F2dDmBWS7A54TevG9vNnfzWRRfSjNJfHHBdKOMiRdS9JJGDSFEG5sV6 hqoCo9SZpCQrQdX0JWr - ArenaHype

গ্যালাতাসারায় ১-২ বার্সেলোনা। দুই লেগের ফলাফল ও এটাই, ১ম লেগ ক্যাম্প ন্যুতে কোনো দলই গোল করতে পারেনি। 

১ম লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু তে গোল শুন্য অবস্থায় ড্র করা বার্সেলোনা যখন ২য় লেগে তুরস্কের জায়ান্ট গ্যালতাসারায়ের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামে, সেখানে খুবই কঠিন একটা এওয়ে পরীক্ষা দিতে হয়। নিজেদের মাঠে গ্যালারা প্রচন্ড ভয়ংকর। ম্যাচটিতে প্রচণ্ড চাপে থাকার কথা ছিলো বার্সার। কারণ, প্রতিপক্ষ ফ্যানবেইজের সামনে গগন বিধানি চিৎকারে জাভির শিষ্যরা কি ধরনের ফুটবল খেলবে সেটার উপর বার্সার এই সিজন নির্ভর করছে। 

2SYt27vb50hCMGuLFFJRWPO6XFOcjpj7k3dWg0CrVO4KWJoftA8pnPa7CG444FMS5QL DkrhOa90DV0ullYBIrHzjW4cvxKKLUonmPZc f - ArenaHype

২য় লেগে প্রথম অর্ধে

কর্নার থেকে প্রথম গোল কন্সিড করার পর চাপ অনেকটাই বেরে গিয়েছিলো কাতালানদের। ম্যাচের ২৮’ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডিং এ গোল করেন গ্যালাতাসারায়ের খেলোয়াড় মারসাও। তবে ব্লাউগ্রানাকে খুব বেশি দেরি করতে হয় নি স্কোরলাইন সমতায় আনতে, এর মাত্র ৯ মিনিটের মাথায় গোল্ডেন বয় পেদ্রির অসাধারণ ফেইক শটের ফিনিশিং সস্তি দিয়েছে কাতালানদের। আর অবামেয়াং এর হেড টা ক্রস বারে পতিত না হলে প্রথম অর্ধ বার্সার হাতেই চলে আসতো।

wB8lCf9sX kKitq3TPThEXqEmfVdGju 9IWsji4JNNul5ao7qPcVayF5GVnNN9cw0 asIUv d6RX6dQfW6WBVVVgP1GlWpCq82RIIjcvwgA84kZgyvx7EJxbZm02ZqCrn qEeVgG - ArenaHype

তবে ২য় অর্ধে বার্সাকে দেখা গিয়েছে আরও এগ্রেসিভ হয়ে খেলতে এবং ম্যাচের ৪৯’ তম মিনিটে দুর্দান্তভাবে চান্স ফিনিশ করেন অবামেয়াং। প্রতিপক্ষ দলের গোল্কিপার ইনাকি পেনিয়া; পেদ্রি এবং ডি জং এর পরপর দুটি শট ঠেকালেও অবামেয়াং এর শটে ঠিকই গোল কন্সিড করে ফেলে। 

২য় লেগে বার্সার হয়ে গোল করেছে জেনারেশান ট্যালেন্ট গোল্ডেন বয় পেদ্রি গঞ্জালেস এবং উইন্টারের সফল সাইনিং অবামেয়াং। এই জয়ের ফলে টপ এইট নিশ্চিত হলো ব্লাউগ্রানার।

PJpc78IOkQ3D WCbTlUSCucRbXQVTIncaGayKJRSkg4qPs3BFihqDS z98wAfp - ArenaHype

একইসাথে বার্সেলোনার সামনের ম্যাচ এল ক্লাসিকো। ম্যাচটি হবে মাদ্রিদের স্টেডিয়াম বার্নাবেউ তে। আশা করা যায় এই ম্যাচের মোরাল বুস্টার হিসেবে কাজ করবে জাভি ব্লাউগ্রানাদের গতকালের ইউরোপা ম্যাচ টি।

এদিকে বার্সেলোনার এরিক গার্সিয়া কেনো বল প্লেয়িং সিবি হিসেবে সেরা তা আরেকবার প্রমাণ করলো। আরাউহো ওর পাশে থাকলে বার্সায় তার বেশ ভালো ভবিষ্যৎ আছে। পেদ্রি, ফেরানের কথা না বললেই নয়, ফেরানের ভাগ্য সহায় হলে গোলের দেখাও পেতো। তবে ডেস্ট ইঞ্জুরিতে থাকলে সমস্যায় পড়বেন জাভি। কারণ, দলে আর কোনো ন্যাচারাল রাইট ব্যাক নেই। ফর্মে থাকা রাইট ব্যাক দানি আলভেসকে ইউরোপা লীগের জন্য সাইন করাতে পারেনি লাপোর্তা ফাইনান্সিয়াল সমস্যার জন্য। এছাড়া বুস্কেটস, এরিক গার্সিয়া, গাবি একটা করে হলুদ কার্ড কন্সিড করে যা পরের ম্যাচে  প্রভাব ফেলতে পারে। তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে খেলতে হবে কোয়াটার ফাইনাল। 

বিশেষ দ্রষ্টব্য : কোম্যান যাওয়ার পর এখন পর্যন্ত বার্সেলোনা এওয়েতে একটা ম্যাচ ও হারেনি।

liN67nimjYys7r4kFPMt2L Y19khEYptpKTfMec iZmeXtMnlJ GxXTK6AZc5o 25OJhTzwCyXPbJIIjk pE - ArenaHype