২০১০ সালের আন্তর্জাতিক অভিষেক। এরপর ২০১৩তে বাংলাদেশ গেমস এ স্বর্ণ জয়। এরপর থেকেই শুরু বাংলাদেশের আর্চারিতে খুলনার ছেলে রোমান সানার দাপট। ২০১৯ এ নেদারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আর্চারিতে ব্যক্তিগত ইভেন্টে ইতালিকে ৭-১ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করে প্রথমবারের মত অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন।
এরপর ২০১৯ এশিয়ান গ্র্যান্ড প্রিক্স সার্কিটে অর্থাৎ ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে চীনের শি যেনকি কে ৭-৩ সেটে হারিয়ে জিতেনেন তাঁর ক্যারিয়ারের প্রথম স্বর্ণ।এছাড়াও তিনি মিক্সড টিমের সদস্য ছিলেন যারা রৌপ্য অর্জনে সক্ষম হয়েছিলেন। এরপর করোনার থাবাতে ২০২০ এ অনুষ্ঠব্য টোকিয়ো অলিম্পিক পিছিয়ে যায়। ২০২১ এ ওয়ার্ল্ড কাপ আর্চারি স্টেজ-২ তে রৌপ্য জেতেন দেশ সেরা এই আর্চার। যদিও স্টেজ থ্রিতে প্যারিসে বাদ পড়েন কোয়র্টার ফাইনাল থেকে ।
তবুও এবার পুরো দেশ তাকিয়ে ছিল রোমান সানা আর দিয়া সিদ্দিকীর উপর। মিক্সড ইভেন্টে ১৬তম দল হিসেবে বাংলাদেশ উঠে রাউন্ড অফ সিক্সটিনে। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিন কোরিয়ার শক্তিশালী দলের কাছে লড়াই করেও হার মানতে বাধ্য হয় বাংলাদেশকে।ম্যাচটিতে হারতে হয়েছে ৬-০ সেটে।
আজকের খেলায় ব্যক্তিগত ইভেন্টে ১ম রাউন্ডে দাপটের সাথেই গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে উঠেন ২য় রাউন্ড বা রাউন্ড অফ সিক্সটিনে।
সেখানে শেষ তীরে পর্যন্ত চেষ্টা করেও মাত্র এক পয়েন্টের জন্য আক্ষেপ রয়ে গেল এই দেশ সেরা তীরন্দাজের। শেষ সেটে কানাডার দুস্প্রিন দিউনাসে কাছে হারতে হয়েছে ২৬-২৫ পয়েন্টে। আর এতেই ৬-৪ সেটে হেরে বিদায় নিশ্চিত হল তাঁর।
তবে আরেক আর্চার দিয়া সিদ্দিকীর খেলা রয়েছে ২৯ তারিখে বেলারুশের Karyna Dziominskaya এর সাথে। তবে ম্যাচ শেষে রোমান সানা তাঁর লক্ষ্যের ব্যাপারে বলেছেন,”আমি সত্যিই কিছুটা হতাশ কারন ১০ দরকার ছিল। আমার ভালো সম্ভাবনা ছিল ম্যাচটি জয়ের। আমার টার্গেট ২০২৮ এর অলিম্পিক গোল্ড, তবে আমি ২০২৪ এর অলিম্পিকেও খেলব। আমি আমার সেরাটাই দিব।”

<3
This was really in details…..well done Zubayer.