২০২২ এর বিশ্বকাপ বাছাইপর্বে আগস্টের ৬ তারিখ রাত ১টায় সাও পাওলোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে ব্রাজিল এবং অন্যদিকে আর্জেন্টিনা টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার প্রস্তুতি নিবে ।
ব্রাজিল এখন পর্যন্ত তাদের বিশ্বকাপ বাছাইপর্বের সাতটি ম্যাচ জিতেছে । চিলির বিপক্ষে তাদের সাম্প্রতিক খেলাটি ছিল ১-০ গোলের জয় এবং তারা আর্জেন্টিনার বিপক্ষে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।
দলটিতে নেতৃত্ব দিবে নেইমার, ক্যাসেমিরো, মিলিটাও । সাম্প্রতিক ম্যাচ বিবেচনা করলে ব্রাজিল একটু স্লো স্টার্ট করেছিলো । অনেকগুলো চান্স তৈরি হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয় তারা । তারা অবশ্যই তাদের গোলকিপার ওয়েভারটন কে ধন্যবাদ দিবে অসাধারণ কিছু সেভ এর জন্য। ব্রাজিলের স্টার প্লেয়ার নেইমার এর দিকে সবার চোখ থাকলেও দর্শকদের উপহার দিতে ব্যর্থ হয় তিনি । এছাড়াও ফিটনেস নিয়ে ভাবতে হবে নেইমারের । দলে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার না আসা সত্ত্বেও তারা জয় নিশ্চিত করে ।
অন্যদিকে সাম্প্রতিক আর্জেন্টিনার বিপক্ষে ভেনেজুয়েলা এর খেলায় ৩-১ এ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা । টিমে প্রায় সব খেলোয়াড়ই উপস্থিত ছিল ।মেসি ছাড়াও লৌতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, ইমিলিয়ানো মার্টিনেজ , অ্যাঞ্জেল ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্দি খেলেছে। আর্জেন্টিনা এখনও বাছাইপর্বে কোনো ম্যাচ হারে নি, চারটি জয় এবং তিনটি সমতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে । শেষ ম্যাচে মেসিকে ক্রিটিক্যাল একটি ফাউল করা হলে ওই প্লেয়ার রেড কার্ড পায় এবং তার পরেই গোল করে আর্জেন্টিনা। প্রথম হাফে লৌতারো ও দ্বিতীয় হাফে সুপার সাব দুই কররেরা গোল দেয় ।
আর্জেন্টিনার সাপোর্টারদের ডিফেন্স নিয়ে ভয় থাকলেও একটি পেনাল্টি ব্যতীত সম্পূর্ণ ম্যাচ ডিফেন্স ত্রুটিমুক্ত ছিল বলা যায় ।
ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে শেষ পাঁচটি ম্যাচ ড্র ছাড়া শেষ হয়েছে – এর মধ্যে দুটি ব্রাজিল জিতেছে, তিনটি আর্জেন্টিনা জিতেছে। এই ম্যাচ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে কেননা উভয় দলই কোয়ালিফায়ার এর সকল ম্যাচ অপরাজিত থাকতে চায় । কে জিতবে বা হারবে তা বলা কঠিন আবার ড্র ও হতে পারে। এক্সপেরিয়েন্স এর কথা চিন্তা করলে আর্জেন্টিনা এগিয়ে । কেননা তাদের টিম এ সকল প্লেয়ার কমপ্লিটলি উপস্থিত । শেষ ম্যাচ এ মেসি কে যে ফাউল করা হয়েছিল তাতে মেসির তেমন সমস্যা না হলেও তাকে নিয়ে একটু সন্দেহ বিদ্যমান । তবে আশা করা যায় যে মেসি খেলবে । আবার যেহেতু ব্রাজিলে খেলা অর্থাৎ ব্রাজিলের হোম ম্যাচ এবং তারা কোপার পরাজয় এর রিভেঞ্জ নিতে কঠোরভাবে প্রস্তুতি নিবে । একটি অসাধারণ এবং ফেয়ার ম্যাচ হবে আশা করা যায় ।