রোমান সানা যিনি আর্চারিতে বাংলাদেশেকে বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করে চলেছেন, এবার বাংলাদেশকে আর্চারি বিশ্বকাপে প্রথম রৌপ্য পদক এনে দিলেন। আর্চারি দৈত্ব বিভাগে তার সঙ্গি ছিলেন দিয়া সিদ্দিকী।

এর আগেও তিনি আর্চারি এশিয়া কাপে ২০১৯ এ স্বর্ণপদক জয় করেন, ২০১৯ এ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে একক ব্রোঞ্জ পদক পান। এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপে পদক জিততে ব্যর্থ হয়েছিলেন সানা। বিশ্বকাপে একক ইভেন্টে কোনো পদক না পেলেও যৌথ ইভেন্ট এ তার জয় ২০২১ টোকিও অলিম্পিকে তার আত্নবিশ্বাস বাড়াবে। তার হাত ধরে অলিম্পিকে প্রথম পদকের দেখা পাবে কি বাংলাদেশ?