অন্যদিকে ভিলারিয়াল লীগ শেষ করছে ৭ম স্থানে থেকে। পরের বারে ইউসিএল কিংবা ইউরোপায় কোয়ালিফাই করতে পারে নি তারা। লীগের শেষ ম্যাচে এগিয়ে থেকেও ২-১ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে তারা। সেমিতে তারা উনাই এমেরির সাবেক ক্লাব আর্সেনাল কে হারিয়ে ফাইনাল খেলবে।
দুই দলের আগের ৪ দেখায় গোল শুন্য ভাবে শেষ হয়েছিলো।ভিলারিয়ালই একমাত্র দল যাদের সাথে ৪ দেখায় এখনো গোল করতে পারর নি ম্যান ইউ। শেষ নয় স্প্যানিশ-ইংলিশ ফাইনালে নয় বার ই জিতেছে স্প্যানিশ সাইড।
এইবারের ইউরোপা লীগ কে জিতে তা দেখতে অপেক্ষা করতে হবে আজ রাতে ম্যাচ পর্যন্ত।
আজ বাংলাদেশ সময় রাত ১ টায় পোলান্ডের গডালস্ক এরিনায় মুখোমুখি হবে ভিলারিয়াল আর ম্যানচেস্টার ইউনাইটেড । ম্যানচেস্টার ইউনাইটেডের ৮ম ইউরোপিয়ান ফাইনাল হলেও ভিলারিয়ালের প্রথম। নামে, ভারে আর সাম্প্রতিক পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড ভিলারিয়ালের থেকে অনেক এগিয়ে। লীগে ২য় স্থানে থেকে লীগ শেষ করেছে ম্যান ইউ, পাশাপাশি লীগে এ্যাওয়েতে আনবিটেন থেকে সিজন শেষ করেছে তারা। সেমি ফাইনালে দুই লেগ মিলিয়ে রোমার জালে ৮ গোল দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলসরা।