IMG 20210525 231936 1 - ArenaHype
Picture Credit: Twitter

২৭ তারিখ রাত একটায় উয়েফা ইউরোপা লীগের ফাইনালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে ভিয়ারিয়ালের বিপক্ষে।
এই ম্যাচে রেড ডেভিলরা ফেবারিট হিসেবে মাঠে নামলেও ভিয়ারিয়ালের সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাদের জন্য। সেমি ফাইনালে আর্সেনালকে টপকে আসা ভিয়ারিয়ালের লা লীগার সর্বশেষ পাঁচ ম্যাচে তিন জয়ই জানান দিচ্ছে মাঠের খেলা খুব একটা সহজ হবে না ইউনাইটেডের জন্য। সেই সাথে ম্যানচেস্টার ইউনাইটেডও মুখিয়ে আছে এই সিজনের একমাত্র ট্রফি ঘরে তোলার জন্য।
ভিয়ারিয়ালের জন্য তুরুপের তাস হয়ে উঠতে পারে স্প্যানিশ ফরওয়ার্ড জেরার্ড মরেনো।এই সিজনে লা লীগায় ২৩ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছে ৭টি।সেই সাথে ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরির পরিসংখ্যানও আশার আলো দেখাচ্ছে। সর্বশেষ নয় বছরে পাঁচটি ইউরোপা লিগের ফাইনালে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ডাগ আউটে দায়িত্ব পালনে ছিলেন তিনি।

ইউনাইটেড ডিফেন্ডার ম্যাগুইরের ইনজুরিও ভিয়ারিয়ালেরের জন্য আশার আলো বয়ে আনতে পারে। ম্যাগুইর রেড ডেভিলদের সাথে দলে থাকলেও খেলতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। প্রথমবারের মতো উয়েফার কোনো কম্পিটিশনে ফাইনালে আসা ভিয়ারিয়ালের সামনে ট্রফি জয়ের সুযোগটাও কম না।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজন দারুণভাবে শুরু করলেও এখনো কোনো ট্রফি জিততে পারেনি। সেমি ফাইনালে রোমার বিপক্ষে পাঁচ গোল হজম করলেও ৮ গোল দিয়ে ফাইনাল নিশ্চিত করা দলটির ফরওয়ার্ড লাইনআপ অবশ্যই দুশ্চিন্তার ভাঁজ ফেলছে ভিয়ারিয়ালের শিবিরে। তবে কাল হয়ে দাঁড়াতে পারে হ্যারি ম্যাগুইয়ের ইনজুরি। তবে ইউনাইটেড কোচ এখনো তাকে নিয়ে আশাবাদী। ম্যাগুয়েরও চেষ্টা করবেন দলের সাথে ট্রেনিং এ অংশ নেয়ার। ওলে গানার সোলশকার শেষ প্রেস কনফারেন্সে এই বিষয়ে বলেন,

Harry [Maguire] will jog up and down the sideline a bit and he’ll probably try to join in [training]



যদিও ট্রেনিং সেশনে ইউনাইটেড ক্যাপ্টেনকে সাইডলাইনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  

তবে সব পরিসংখ্যানকে উপেক্ষা করে শেষ হাসি কে হাসে এটাই মুখ্য বিষয়।