দুই জনপ্রিয় টেনিস তারকা নাদাল এবং ওসাকা আসন্ন উইম্বলডন আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন । নাদাল আসন্ন অলিম্পিকে ও খেলবেন না বলে জানিয়েছেন।
নিজের ক্যরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন রাফা নাদাল। অতি সম্প্রতি জনপ্রিয় এই টেনিস তারকা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো থেকে তার ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রেঞ্চ ওপেন শেষ হতে না হতেই দু সপ্তাহ পরেই চলতি মাসের ২৮ তারিখ হতে টেনিসের সবচেয়ে বড় আসর উইম্বলডন অনুষ্ঠিত হবে। অন্য সকল তারকার মত নাদাল কে ও অন্যতম হট ফেভারিট হিসেবে আশা করা হচ্ছিল আসন্ন টুর্নামেন্টে। তবে তিনি জানিয়েছেন ফিটনেস ধরে রাখা এবং দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। সেই সাথে টোকিও অলিম্পিকে ও অংশ নিচ্ছেন না। তার জন্য অপেক্ষারত সকল জাপানি এবং ব্রিটিশ ভক্তের নিকট ক্ষমা চেয়েছেন তিনি।
এছাড়া মহিলা টেনিসের নাম্বার ২ জাপানিজ টেনিস সুপারস্টার নাওমি ওসাকা ও আসন্ন উইম্বলডন হতে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে তিনি টোকিও অলিম্পিকে অংশ নেবেন। ওসাকা জানিয়েছেন তিনি কোনক্রমেই নিজের দেশে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক ২১ এ তার নিজের দেশ জাপানের ভক্ত সমর্থকদের হতাশ করতে চান না। তিনি চান না কোন প্রকার ইনজুরি বাধাতে।
দুই টেনিস সুপারস্টার নিজেদের প্রত্যাহার করলে ও থেমে নেই টেনিসের মহা আসর উইম্বলডন এর সমারোহ। জোকোভিচ, মেদভেদেভ, ফেদেরার কিংবা সেরেনা উইলিয়ামস সকলেই প্রস্তুত রয়েছেন নিজেদের সেরাটা দেওয়ার জন্য। জুন ২৮ এর জন্য প্রস্তুত হচ্ছে প্লোগ লেন সাথে টেনিস দুনিয়া।