ওলভসের সাথে ২-১ গোলে জয়ের মাধ্যমে পুরো সিজন এওয়ে ম্যাচে আনবিটেন থাকার রেকর্ড গড়লো ম্যান ইউনাইটেড।
প্রিমিয়ার লিগের ইতিহাসে কেবল আর্সেনালই দুবার এ কৃতিত্ব অর্জন করে এবং সম্পূর্ণ ইংলিশ লিগের টপ ফ্লাইটে এর আগে প্রিস্টন পুরো সিজন এওয়ে ম্যাচে অপরাজিত ছিলো। আজকের ম্যাচটার স্পেশালিটি ছিলো আজকে ব্রুনো, কাভানি, পগবা, রাশফোর্ড, গ্রিনউড কেউই ছিলোনা। সম্পূর্ণ তারুণ্যনির্ভর একটা দল নিয়ে জয় পাওয়া অবশ্যই বিশেষ কিছু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, যদিও এখনও অনেক ইম্প্রুভমেন্ট দরকার। কিন্তু সমর্থকেরা হ্যাপি এই পারফরম্যান্স নিয়ে। ইউরোপা ফাইনালে ভালো কিছুর অপেক্ষায় এখন সমর্থকেরা।