ফুটবল খেলাতে গোল করা যেমন খুব গুরুত্বপূর্ণ থিক তেমন গোল করানো টা ও অনেক গুরুত্বপূর্ণ। গোল করানটা কে বলা হয় আসিস্ট ।
১০ ই জুন ২০২১ পর্যন্ত
১। নেইমার ৪৬ টি
জাতীয় দলে নেইমার এর পারফর্ম খুবই ভাল , এইত কিছু দিন আগে তার সংখ্যা ছিল মেসি এর সমান। বর্তমানে পেলের সংখ্যা ৪৭ টি এবং তার ৪৬ টি আর ২ টি আসিস্ট করতে পারলেই সে সবার উপরে চলে যাবে।
২। মেসি ৪২ টি
মেসির আসিস্ট সংখ্যা ৪২ টি , তার বিগত ম্যাচ গুল খুব একটা ভাল যাচ্ছে না জাতীয় দলের হয়ে , আশা করি সে খুব দ্রুত এই রেসে ফিরবে।
৩। ক্রিস্টিয়ানো রোনালদোর ৩১ টি ।
অপর দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সংখ্যা তুলনা মুলক ভাবে অনেক কম তার আসিস্ট সংখ্যা মাত্র ৩১ টি । সে খুব ছন্দে আছে জাতীয় দলে আশা করা যায় সে দ্রুত এই রেসে ফিরবে ।