ফুটবলে রোনালদো না মেসি এই প্রশ্নের উত্তর দেওয়া যেমন কঠিন, টেনিসে ও তেমনই ফেদেরার না নাদাল এই প্রশ্নের উত্তরে চলে বহু তর্ক বিতর্ক। ইতিহাসের শ্রেষ্ট দ্বৈরথ বললে ও কম বলা হবে। টেনিসের সব আলো কেড়ে নেওয়া এই দুই টেনিস সূর্যের আলোকছটার রেষারেষির কারণেই হয়তো অতটা পরিচিত হয়ে উঠেন নি নেভাক জেকোভিচ। কিন্তু নাদাল- ফেদেরার যখন পড়ন্ত তখনই নয়া সূর্য হিসেবে উদ্ভাসিত করেছেন নিজেকে।
কোপা এবং ইউরোর ফাইনাল নিয়ে সবাই যখন ছিল মাতোয়ারা ঠিক তখনই তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। টেনিস পুরুষ এককের নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ উইম্বলডনের ফাইনালে ম্যাথিউ ভেরেত্তিনি কে ৬-৭ (৪), ৬-৪,৬-৪,৬-৩ সেটে হারিয়ে নিজের ষষ্ট উইম্বলডন এবং ২০ তম গ্র্যান্ডস্লাম অর্জন করেছেন।
এর আগে ২০ টি গ্র্যান্ডস্লাম অর্জনের বিরল কৃতিত্ব দেখিয়েছেন শুধুমাত্র রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। এখন এই দুই টেনিস মহারথীর সাথে যুক্ত হলেন জোকোভিচ।
সত্য বলতে এই বছরটায় যেন জোকোভিচ এর, বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন এরপর ফ্রেঞ্চ ওপেন অবশেষে উইম্বলডন প্রতিটি ট্রফি ই দখল করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা। আসছে গ্রীষ্মের পরেই শুরু হতে যাচ্ছে ইউএস ওপেন। এই টুর্নামেন্ট তার সামনে সুযোগ করে দিয়েছে ৫৩ বছর পুরোনো এক রেকর্ড ভাঙার। ১৯৬৯ সালে রোড লোভার এক বছরে সবগুলো গ্র্যান্ডস্লাম জিতে যে রেকর্ড করেছিলেন সেটি ইতিপূর্বে কেউ ভাঙতে না পারলে ও সুযোগ এসেছে নোভাক জোকোভিচের।
জোকোভিচ এর ২০ তম গ্র্যান্ডস্লাম অর্জনের সাথে কে ইতিহাসের সেরা টেনিস প্লেয়ার সে প্রশ্ন পুনরায় উঠে এসেছে। নাদাল, ফেদেরার , জোকোভিচ যে ইতিহাসের সেরা সেটা বলা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। কে সেরাদের সেরা।
কে সেরাদের সেরা? এই উত্তরের খোঁজে BBC Sports এক দর্শক ভোটের আয়োজন করেছিল যার ৫৫ শতাংশ ভোট ই পড়েছে ফেদেরার এর পক্ষে দ্বিতীয় অবস্থানে নাদাল কে আশা করা হলে ও ৩৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জোকোভিচ এবং নাদাল পেয়েছেন মাত্র ৭ শতাংশ ভোট।
এই ভোটিং হয়তো কে সেরাদের সেরা এই বিতর্কের অবসান ঘটাবে না। তবে ২০০৪ – ২০০৮ সময়কালে টানা ২৩৭ সপ্তাহে পুরুষ এককে নাম্বার ওয়ান থাকার যে অনবদ্য রেকর্ড ফেদেরার করেছেন তা ভাঙ্গা যে কারো জন্যই কঠিন হবে ।