২০২২ এর কাতার বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় লাল সবুজের বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে আফগানিস্তান দাপট দেখাতে থাকে অগোছালো বাংলাদেশের বিরুদ্ধে। পাসিং,ম্যান মার্কিং,মাঝ মাঠের দখল সব কিছুতেই ব্যর্থ হতে থাকে জেমি ডে শিষ্যরা। তবে রক্ষণভাগের অনবদ্য প্রচেষ্টায় প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে শেষ হয়। তবে ম্যাচের ৮০% বলের দখল ছিল আফগানিস্তানের খেলোয়াড়দের কাছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই  আমরেদিন শারিফির গোলে লীড নেয় আফগানিস্তান। প্রথমার্ধের বাংলাদেশ দ্বিতীয়ার্ধে যেন আরও ক্লান্ত।এলোমেলো লং পাস, দুর্বল ম্যান মার্কিং এ এগিয়ে যেতে থাকে বাংলাদেশের খেলা। বেশ কিছু সুযোগ সৃষ্টি হলেও ফিনিশিংটা আর হয়ে উঠছিল না। যেখানে বাংলাদেশের ফরওয়ার্ড ছিল নিস্প্রভ সেখানে কাঙ্ক্ষিত কাজটা করলেন ডিফেন্ডার তপু বর্মন। ৮৪ মিনিটে তপুর দুর্দান্ত শটে পরাস্ত করেন আফগান গোলরক্ষক আজিজিকে। হারের লজ্জা থেকে রক্ষা করেন বাংলাদেশকে। তবে শেষ বাঁশি না বাজা পর্যন্ত স্বস্তি ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে জেমি ডে শিষ্যরা।


বাংলাদেশ ড্র করলেও বিশ্বকাপ বাছাইপর্বের মতো স্টেজে এই ধরনের এলোমেলো ফুটবল বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়।