নেইমারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড নেইমারের জন্য তাঁরা ৮০ মিলিয়ন ইউরো গুনতে প্রস্তুত ম্যানচেষ্টার ।

২০১৩ সাল থেকেই চলছে একের পর এক গুঞ্জন। ২০১৭ সালে পিএসজি রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে দলে ভেড়ালেও তাকে নিয়ে থামেনি গুঞ্জন। তারই ধারাবাহিকতায় আবারও নেইমার টপিকে গরম হয়েছে ফুটবল বাজার। সম্প্রতি ফ্রান্সের কিছু গণমাধ্যম জানিয়েছে পিএসজিতে তারকাদের বেতনের পরিমাণ অনেক বেশি হওয়ার পাশাপাশি এমবাপ্পেকে ধরে রাখতে তার বেতন আরো বাড়াতে চায় পিএসজি। সেক্ষেত্রে তারা দল থেকে কিছু খেলোয়াড় বিক্রি করতে পারে এবং সেই খেলোয়াড়দের তালিকায় আছে নেইমারের নাম।যদিও এটি কোনো বিশ্বস্ত সূত্রে জানা যায়নি, তবে এটি নিয়েই শুরু হয়ে গেছে ফুটবল পাড়ার তোড়জোড়! পিএসজির নেইমারকে ছাড়তে চাওয়া সংবাদ পাওয়া মাত্রই ইংল্যান্ডের বেশ কিছু গণমাধ্যম ফলাও করে প্রচার করছে যে, নেইমারকে পাওয়ার ব্যাপারে ইতিমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারকে পেতে তারা ৮০ মিলিয়নের প্রস্তাবও নাকি দিতে চলেছে!ট্রান্সফার মার্কেটে এমন গুঞ্জন নতুন কিছু নয় এবং সেই গুঞ্জন যদি হয়ে নেইমার কেন্দ্রিক, তাহলে তো তা হয়ে দাঁড়ায় বাজারের “হট কেক”। তাই আগেই অনুমান করা যাচ্ছে না আগামী মৌসুমে কি হবে! চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে এই মৌসুমের শেষ পর্যন্ত![সোর্সঃ অল ফুটবল]