গত পাঁচ বছরে একজন সফল সেন্টার ফরোয়ার্ড দাড় করাতে পারলোনা।স্কোয়াড দিলে ব্রাজিল দলের কোনো রাইট উইঙ্গারই থাকেনা। অন্য পজিশনের খেলোয়াড় দিয়ে রাইট উইংয়ে ব্যাবহার করা লাগে। ব্রাজিলের খেলোয়াড়ের এতোটাই ঘাটতি পড়েছে? অথচো লেফট উইঙ্গার নেওয়া হয় ৪টা, যেখানে লেফটে নেইমারের মতো একজন রয়েছে। সায়েন্সটা বুঝেছেন?😆😂মিডে কৌতি,আর্থুর,ক্যাসেমিরোর ভিতরে কেও একজন ইন্জুরিতে পড়লে তার রিপ্লেস থাকেনা। বিগ ম্যাচে এদের কেও অনুপস্থিত থাকলেই ম্যাচ হেরে বসে ব্রাজিল।

লেফট ব্যাকে মার্সেলোকে বিশ্বকাপের পর সরাসরি বাদ দেওয়া হলো। অজুহাত ছিলো তার রিপ্লেসমেন্ট তৈরী করা। কিন্তু ৩ বছর পার হয়ে গেলো তবু মার্সেলোর জায়গাটা কেও নিতে পারলোনা।অবসর নেওয়ার শেষ সময়ে থাকা আলভেজ মামুর রিপ্লেস হিসাবে কাওকে এখনো ঠিক মতো দাড়ই করাতে পারলোনা।তিতে গত পাঁচ বছরে ব্রাজিলের এতো এতো প্রতিভাবন খেলোয়াড়দের পেয়েও তাদেরকে ব্যাবহার করতে পারলোনা। খেলোয়াড়ের মেলা চলা ব্রাজিলে সেখান থেকে যাকেই তুলে আনা হয় সেই ফ্লপ হয়ে যায় তিতের আন্ডারে। স্কোলারি আর দুঙ্গার সময়ে তো তাও নেইমার,অস্কার, কৌতিদের মতো বিস্ট তৈরী হয়েছিলো। বাট তিতের সময়ে কে এসছে? সেই বুইড়ারাই এখনো দলের ভরসা হয়ে রয়েছে।তার অধিনে আগুয়েস্তো, ফিরমিনো, ফ্রেদ, পৌলি, সান্দ্রো, দানিলোদের বারবার স্কোয়াডে জায়গা হয়। কিন্তু অস্কার,রাপিনহা,এ্যান্থনি ও অনান্য অনেক আলোচিত খেলোয়াড়দের দলে নেওয়ার সময় নানান ধরনের লজিক পেশ করা হয়।ব্রাজিল দলটা কখনো এক ব্যাক্তি কেন্দ্রিক ছিলোনা, বর্তমানে নেইমারকে মার্ক করলেই জেনো ব্রাজিল শেষ হয়ে যায়। এমন এক ব্যাক্তিকেন্দ্রিক দল কখনোই চুড়ান্ত সাফল্য পাবেনা।এতো এতো প্রবলেম আর ব্যার্থতা ব্রাজিল টিমে কখনো ছিলোনা। পজিশনে এতো প্রবলেম কখনোই ছিলোনা। সেকেন্ড টিমের খেলোয়াড় নিয়েও ব্রাজিল কোপা জিতেছে আগে। টিম থেকে সেরাটা বের করতে না পারার ব্যার্থতাটা কার?Ignore caption….but…..এই ব্রাজিলকে আমি চিনিনা। আমার ব্রাজিল এমন হতে পারেনা। এতো বাজে খেলা করা দলটা কখনোই ব্রাজিলের সাথে যায়না। আমি আমার ব্রাজিলকে ফেরত চাই।🙁😕☹️Give me back my own Brazil😕🥺🥺💔