রিউমার তো দুইজন কে মাদ্রিদের প্লিয়ার বানিয়ে দিচ্ছে ইউরোর পর!
দুইজন একসাথে রিয়াল মাদ্রিদে এটা কী সম্ভব এই অবস্থায়? আপনার কাছে কি মনে হয় Kylian Mbappé কে কি পিএসজি ছারবে? এই মুহূর্তে দুইজনকে এক সাথে দলে নিতে হলে অনেক কিছু পরিবরতন আসবে মাদ্রিদ এর মধ্যে । ফুটবলে অসম্ভভ বলে কিছুই নাই , দেখা যাক ইউরো এর শেষ এ কার গন্তব্য কোথায় হয়। আপনার মতামত দিতে ভুলবেন না ।
Martin Ødegaard কে নাকি এমবাপ্পের ট্রান্সফার ফান্ডের জন্য সেল করে দিতে পারে। @SPORTBILD বলছে হল্যান্ড মাদ্রিদে জয়েন করবে নাহলে প্রিমিয়ার লিগের কোন ক্লাবে যাবে। হল্যান্ড অস্পষ্ট থাকলেও এমবাপ্পের বিষয়টা খানিক পরিষ্কার দেখা যাচ্ছে।