ম্যাচ পূর্ব কভিড টেস্টের নিয়ম অনুযায়ী আজ সকালে কভিড পরিক্ষা করা হলে তাতে প্রথমে পজিটিভ রিপোর্ট আসে বোলার ইসুরু উদানা, শিরান ফারনেন্দো এবং বোলিং কোচ চামিন্দা ভাসের। তবে দ্বিতীয় দফা টেস্টে ইসুরু উদানা ও চামিন্দা ভাসের কভিড নেগেটিভ আসলেও আবারো পজিটিভ এসেছে শিরান ফারনেন্দো এর।
এ নিয়ে লংকা-বাংলা সিরিজের ১ম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে ধোয়াশার সৃষ্টির হয়। তবে বেলা সোয়া এগারোটার দিকে বিসিবির মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস ধোয়াশা দূর করে জানান ম্যাচ অনুষ্ঠিত হবে সময় মতোই।
দ্বিতীয় দফায় শিরান ফারনেন্দো করোনা পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
তবে জৈব সুরক্ষা বলয়ে থেকেও করোনা ভাইরাসের আঘাত হানায় প্রশ্ন উঠছে জৈব সুরক্ষা বলয় কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে। এর আগে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন কভিড পজিটিভ হয়েছেন গতকাল।
আলেশা মার্ট ওয়ালটন লঙ্কা বাংলা সিরিজের ১ম একদিনের ম্যাচ শুরু হবে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১ টায়।