১৯৬০ সালে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নাম পরিবর্তন করে নামিবিয়া নামকরণ করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যের মর্যাদা লাভকারী ‘ক্রিকেট নামিবিয়া’ সংস্থা দলটিকে পরিচালনা করছে।
কানাডায় অনুষ্ঠিত ২০০১ সালের আইসিসি ট্রফির মাধ্যমে নামিবিয়া ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সূচনা ঘটায়।
এপ্রিল, ২০০২ সালে নামিবিয়ায় আইসিসি ৬-জাতি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করে চতুর্থ স্থান দখল করে।
ঐ বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ২০০২ সালের আফ্রিকান কাপে গ্রুপ পর্বের খেলায় কেবলমাত্র তাঞ্জানিয়া দলকে পরাজিত করে ও গ্রুপে চতুর্থ স্থান দখল করে।
সেগুল এখন অতিত নামিবিয়ার কাছে । বর্তমানে নামিবিয়া দল ২০২১ সালের টি ২০ বিশকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ।
প্রথম বারের মতশক্তিশালী আয়ারল্যান্ড কে হারিয়ে মূলপর্বে জায়গা করে নেয়।
এবং উড়তে থাকা স্কটিশ দের
SCO 109/8 (20)
NAM 115/6 (19.1)
CRR: 6Namibia won by 4 wkts
হারিয়ে প্রথম বারের মত বিশ্বকাপের মত বড় আসরে জয়ের স্বাদ অনুভব করল ।