অবশেষে স্বস্তির নিশ্বাস বাংলাদেশী ফ্রি ফায়ার গেমারদের । ৮ ই জুন লঞ্চ হবে বাংলাদেশ সার্ভার ।আমরা যারা ফ্রি ফায়ার খেলি তাদের সকলের ই স্বপ্ন প্রথম থেকেই আমরা বাংলাদেশ সার্ভার এ খেলবো । আমরা সর্বপ্রথম খেলি সিঙ্গাপুর সার্ভারে। তার পরে গারেনা আমাদের ইন্ডিয়ান সার্ভারে শিফট করে দেয়।

বাংলাদেশ সার্ভার নিয়ে তোমাদের প্রশ্ন,সুবিধা অসুবিধা ও সকল ডিটেইলস থাকছে এই পোস্টে!!!

প্রথমেই আসি সার্ভার কবে আসবে?

সার্ভার আসবে আগামী জুন মাসের ৮ তারিখে OB UPDate এ।

তারপর আসি কীভাবে বাংলাদেশ সার্ভারে যাবেন?

তেমন কিছুই করতে হবে না।শুধু এই লিংকে গিয়ে লিংক ফেসবুক/জিমেইল [যেটা দিয়ে আইডি খোলা]….লগিং করার পর বুঝে যাবেন রেজিষ্ট্রেশন হয়ে গেছে…তাহলে ৮ তারিখ অটোমেটিক আপনার আইডি বাংলাদেশ সার্ভারে চলে আসবে।

এবার আসি সুবিধা অসুবিধা নিয়ে

সুবিধা:

  1. পিং প্রবলেম সলভ।
  2. নতুন পেমেন্ট মেথড।
  3. ৯৯% র‍্যান্ডম টিমমেট হবে বাংলাদেশী।
  4. দেশীয় দিবসগুলোতে ইনগেম ইভেন্ট
  5. নিজস্ব টুর্নামেন্ট।
  6. আর ইন্ডিয়ানদের মুজে ডিজে আলোক দেদো শুনতে হবে না
  7. ডায়মন্ড এর দাম কমতে পারে
  8. বিকাশ দিয়ে হয়তো ডায়মন্ড কিনতে পারবেন

অসুবিধা:

  1. ম্যাচমেকিং হতে দেরি হতে পারে।
  2. ইন্ডিয়ান ইউটিউবাররা ম্যাচে পড়বে না এবং তাদের গিভাওয়ে কাস্টম খেলতে পারবেন না।
  3. অনেকের ইন্ডিয়ান অনেক বন্ধু ছিল তাদের সাথে আর খেলা হবেনা ।
  4. যারা ইন্ডিয়ান গিল্ডে ছিলেন তারা আর সেই গিল্ডে থাকতে পারবেন নাহ।

এবার আসি কিছু সম্ভবনা নিয়ে:

  1. মেজিক কিউব স্টোরে নতুন ড্রেস এড হবে।
  2. নতুন সার্ভারে প্রথম অনেক ভালো ভালো ইভেন্ট দিবে
  3. অনেক কিছু স্টোর থেকে রিমুভ বা এড হবে।তাই যার যা কেনার আছে কিনে নেন।

এবার আসি আপনাদের প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে:

প্রশ্ন:আমাকে কি বাংলাদেশ সার্ভার এ খেলতে হলে নতুন আইডি খুলতে হবে?

উত্তর:নাহ।আপনি যদি প্রি রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আগের আইডিই বাংলাদেশে চলে আসবে।আপনার ডায়মন্ড,কালেকশন এবং উইকলি মান্থলি সবই থাকবে।

প্রশ্ন:আমার গিল্ড কিভাবে ট্রান্সফার করব?

উত্তর:যদি গিল্ড লিডার বাংলাদেশ সার্ভারে চলে আসে তাহলে গিল্ডও চলে আসবে।আর মেম্বাররাও বাংলাদেশ সার্ভারে আসলে তাদের আইডি ওই গিল্ডেই থাকবে।যারা আসবে না তারা গিল্ড থেকে বের হয়ে যাবে

প্রশ্ন:আমার প্রি রেজিস্ট্রেশন হচ্ছে না কেন?

উত্তর:সবাই একসাথে চেষ্টা করছে তাই ওয়েবসাইটে সমস্যা হচ্ছে এবং চাপ পড়ছে।তাই কিছুক্ষণ অপেক্ষা করে আবার ট্রাই করুন।

প্রশ্ন:ইভেন্ট পেজে গেলে একটা মাক্স আর পারাং এর স্কিন দেখাচ্ছে এটা কিভাবে নিব?

উত্তর:মোট ৩০ লাখ মানুষ প্রি রেজিষ্ট্রেশন করলেই সবাইকে ফ্রিতে মাক্সটা মেইল বক্সে দেয়া হবে।আর ৮০ লাখ হলে পারাং স্কিন