IMG 20210621 202711 - ArenaHype
ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ

এবারের ইউরো ২০২০ এ শক্তির বিচারে অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। তরুণ অভিজ্ঞদের নিয়ে দুর্দান্ত স্কোয়াড ইংলিশদের। সেই সাথে দলের ভারও সাউদগেটের ঘাড়ে,যিনি  কিনা ২০১৮ এর বিশ্বকাপে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালের মঞ্চে। সেই ইংল্যান্ড কিনা এবারের ইউরোতে যেন কিছুই করতে পারছে না।

রাশিয়ার সাথে তাদের স্কোয়াড দেখে সকলের চোখ ভীমড়ি খেতেই পারে। একাদশে ছিল না রাশফোর্ড,সাঞ্চো,গ্রিলিশ,চিলওয়েলের মতো উদীয়মান খেলোয়াড়। ফলাফল ১-০ এর কষ্টের জয়। আবার গ্রুপের তলানিতে পড়ে থাকা স্কটল্যান্ডও ইংল্যান্ডের কাছ থেকে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে।তবে এত দুর্দান্ত স্কোয়াড নিয়ে এত এলোমেলো ফুটবল খেলার পিছনে কি শুধু খেলোয়াড়দের বাজে পারফর্মেন্সই একমাত্র কারণ? নাকি এখানেও মাস্টারপ্ল্যান সাজিয়ে রেখেছে সাউদগেট!

IMG 20210621 201400 - ArenaHype


প্রথম কারণ হতে পারে ইংলিশ মিডিয়াকে হাইপ তুলতে না দেয়া। ইংলিশ মিডিয়া বরাবরই যেকোনো টুর্নামেন্টে প্লেয়ারদের মেন্টাল প্রেসারে ফেলে দেয়। খেলোয়াড়দের পক্ষেও এত বড় চাপ সামলানো কষ্টকর হয়ে পড়ে। প্রথম ম্যাচে তরুণ মিডফিল্ডার ফিলিপস কে ইংলিশ মিডিয়া বিভিন্ন কিংবদন্তিদের সাথে তুলনায় মেতে উঠে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার পরে কিছুটা নিরব রয়েছে ইংলিশ মিডিয়া।
সেই সাথে দ্বিতীয় কারণ হিসেবে হতে পারে ২য় স্থানে গ্রুপ  ম্যাচ শেষ করা। তাহলে তারা শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়াম /  ফ্রান্স/ পর্তুগালের বিপক্ষে গ্রুপ অফ ১৬ এর ম্যাচ এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আসল কারণ কোথায় সেটা পরবর্তী খেলাগুলোতেই দেখা যাবে। এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেক রিপাবলিকের বিপক্ষে শেষ ম্যাচে ইংল্যান্ডের লাইনআপ কেমন হবে সেটাও দেখার বিষয়।