রায়ো ভায়োকানোর এই সিজনে লা লিগা তে এসেছে সুগানডা থেকে
বার্সাকে হারিয়ে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ এ উঠে এসেছে ভায়েকানো
লাস্ট ১৩ ম্যাচে রায়ো ভায়োকানো একটাতেও জিততে পারেনি বার্সা বিপক্ষে ।
• ২০০৩-০৪ মৌসুমের পর বার্সা আবারো রায়োর বিপক্ষে হারলো।
আজ তাদের বিপক্ষে ৩০ মিনিটেই ফালাকও এর গলে লিড নেয়
রায়ো ভায়োকানো । এর পরে বার্সা অনেক আক্রমণ করলেও সফল হতে পারেনি , পুরো ম্যাচে অন সট মাত্র ১ টি।
যদিও ৭২ মিনিটে বার্সা পেনাল্টি পায় মেম্পিস পেনাল্টি করেন কিন্তু বল জালে জরাতে পারে নি ।
এর পর অনেক চেষ্টার পরেও গোলের দেখা পায়নি বার্সা এবং রায়ো ভায়োকানো ঐতিহাসিক বিজয় অর্জন করে