বার্সা আমার মূল্য দেয়নি এবং অ্যাটলেটিকো আমার জন্য তাদের দরজা খুলেছিল। আমার প্রতি আস্থা রাখার জন্য আমি এই ক্লাবটির কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। “
লা লীগায় চ্যাম্পিয়ন হওয়ার পরে এভাবেই বার্সেলোনার প্রতি আক্ষেপ এবং অ্যাটলেটিকো মাদ্রিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন লুইস সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের তারুণ্যনির্ভর ফরওয়ার্ডের ভীড়ে ৩৩ বছর বয়সী এই উরুগুয়েন স্ট্রাইকারের অসাধারণ পারফর্মেন্স দলের লীগ শিরোপা ঘরে তোলার পথকে আরোও সহজ করে দেয়। পুরো সিজনে ৩২ ম্যাচে ২১ গোল করে লা লীগার সর্বোচ্চ গোল স্কোয়ারের তালিকায় ৪ নম্বরে অবস্থান তার। সেই সাথে রয়েছে ৩টি অ্যাসিস্ট।
অবশ্য মাদ্রিদে পাড়ি জমানোর পূবে বার্সেলোনাতেই থেকে যেতে চেয়েছিলেন সুয়ারেজ। বার্সার দুর্বল আর্থিক অবস্থার জন্য রাজি ছিলেন বেতন কমাতেও। তবে সেই বার্সাই চায়নি তার সাথে চুক্তি নবায়ন করতে। যেই বয়সের দোষ দিয়ে সুয়ারেজকে ছেড়ে দিলো বার্সা সিজন শেষে তারাই এখন ৩২ বছর বয়সী সার্জিও আগুয়েরোকে সাইন করাতে ইচ্ছুক। তার প্রতি অবহেলার জবাবটাও দিলেন নিজের পারফর্মেন্স দিয়ে। যেখানে বার্সা ভালো ফরওয়ার্ডের অভাব, বাজে ডিফেন্সের জন্য একেক পর এক পয়েন্ট হারাচ্ছে অন্যদিকে সুয়ারেজ তার দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন শিরোপার পথে। তার এই অসাধারণ পারফর্মেন্সের উপর ভর করে অ্যাটলেটিকো মাদ্রিদও গ্রহণ করে ৭ বছর পরে লীগ শিরোপার স্বাদ।