ম্যাচ : বার্সেলোনা বনাম ওসাসুনা লালীগা রাউন্ড
সময় : আজ রাত ২টা
ভেন্যু : ক্যাম্প ন্যু
প্রিভিউ : বার্সা বনাম ওসাসুনা। ওসাসুনা, দলের নাম শুনেই যেন মনে হচ্ছে ছোট দল। কিন্তু এই ছোট দল গুলোই যেন বার্সার এই মৌসুমের লালীগা শিরোপা সর্বনাশের মূল কারণ। সামনের মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
শেষবার, ডিসেম্বরে যখন জাভির বার্সা ওসাসুনার হোম গ্রাউন্ডে তাদের মুখোমুখি হয় ম্যাচটি শেষ হয় ২-২ স্কোরলাইনে। সবে মাত্র কোচ হিসেবে নিয়োগ প্রাপ্ত ক্লাব লেজেন্ড জাভি হার্নান্দেজ, তখন ও নিজের দলকে যথেষ্ট গুছিয়ে নিতে পারে নি। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকা বার্সা, ৮৬তম মিনিটে কিমি অ্যাভিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল কন্সিড করে। যা ছিলো বার্সার জন্য আকাশ ভাঙা হতাশা। লাল নীলের প্রতীকধারী ব্লাউগ্রানা লালীগার শেষ এগারোটা ম্যাচ অপরাজিত। তারা এই অপরাজেয় ধারা অক্ষুন্ন রাখার চেষ্টা করবে। তবে বার্সা তাদের সর্বশেষ ম্যাচ ইউরোপা লীগে হোমগ্রাউন্ডে টার্কিশ জায়ান্ট গালাতাসারয় এর সাথে গোলশুন্য অবস্থায় ড্র করেছে। যা ব্লাউগ্রানাদের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করেছে। জাভি হার্নান্দেজ এই লালীগা স্যানট্যান্ডার ম্যাচে আলেজ্যান্ড্রো বালদে, আনসু ফাতি, সার্জি রোবের্তো এবং সামুয়েল উমতিতি দের পাচ্ছেন না ইঞ্জুরির কারণে। তবে জানুয়ারী তে ব্লাউগ্রানার নতুন সাইন করানো খেলোয়াড়রা এখন তাদের অতি মুল্যবান সম্পদ। সকলে দুর্দান্ত ফুরফুরে ফর্মে রয়েছে।
বার্সেলোনার ডিফেন্স শিবিরের অন্যতম সেরা সেন্টার-ব্যাক রনাল্ড আরাউহো আর মাত্র একটা ইয়েলো কার্ড পেলেই সাসপেন্ড হয়ে যাবে পরবর্তী ম্যাচের জন্য। কিন্তু বার্সেলোনা ওসাসুনার পরের লীগ ম্যাচটি খেলবে এল ক্লাসিকো। তবে রিয়াল মাদ্রিদ এখন অনবদ্য ফর্মে রয়েছে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লীগে তারকাবহুল প্যারিস দলের সাথে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাক করে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তাই বার্সা চাইবে আরাউহোকে নিয়ে এল ক্লাসিকো খেলতে। তাই বলা যায় জাভি হার্নান্দেজ আরাউহোর সাসপেনসন এরানোর জন্য তাকে বিশ্রাম দিয়ে স্প্যানিশ ডিফেন্ডার এরিক পার্সিয়া কে খেলাতে পারেন ওসাসুনার বিপক্ষে।
এছাড়া জাভির বার্সায় ফরোয়ার্ড শিবিরে বেশ ভালোই অপশন রয়েছে। সবাই দেখতে আগ্রহী জাভি, ডেম্বেলে আর ট্রাওর কে একসাথে খেলাবে নাকি যেকোনো একজনকে উইং এ খেলাবে এবং অপরজনকে খেলাবেন হাফ টাইমের পর। তবে যদি জাভি স্ট্রেন্থ এবং ক্রসিং কে অগ্রাধিকার দেয় তবে আদামা ট্রাওর কে হয়তো রাইট উইং এ দেখা যাবে। ওসাসুনা তাদের হোমগ্রাউন্ডে সর্বশেষ ম্যাচে ইয়েলো সাবমেরিন ভিয়ারিয়াল এর সাথে ১-০ তে জিতেছে। গোলে করেছিলো ওসাসুনার ফরোয়ার্ড কিমি অ্যাভিয়া। ইয়েলো সাবমেরিন দের সাথে জিত্তে অবশ্য বেগ পেতে হয়েছে তাদের। ওসাসুনার সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফল: দুটি জয়, একটি ড্র, দুটি পরাজয়। স্বাগতিক ওসাসুনা তাদের ফরোয়ার্ড প্লেয়ার হেসুস আরেসো কে পাবে না ইঞ্জুরির কারণে তাই তাকে ছাড়াই ক্যাম্প ন্যু তে খেলতে নামবে।
আশা করা যায়, এবারের ম্যাচ এ জাভির বার্সাকে দেখা যাবে ভিন্ন কোনো রুপে। ওসাসুনাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কাতালানদের। বার্সার জন্য এই ম্যাচের তিন পয়েন্ট লীগের শীর্ষ চার নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে স্বাগতিক দল ওসাসুনা কোনো অংশে ছাড় দিবে না তারা শীর্ষ দশ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে। লালীগায় অবস্থান : বার্সেলোনা : ৩ নাম্বারে ২৬ ম্যাচে ৪৮ পয়েন্ট ওসাসুনা : ১১ নাম্বারে ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট বার্সার ওসাসুনার সম্ভাব্য লাইনাপ : বার্সেলোনা : টের স্টেগেন, জেরার্ড পিকে, জর্দি আলবা, এরিক গার্সিয়া, দানি আলভেস, সার্জিও বুস্কেটস, ফ্রেনকি ডি জং, পেদ্রি গঞ্জালেজ, ফেরান টরেস, পিয়েরি এমেরিক অবামেয়াং, আদামা ট্রাওর। ওসাসুনা : সার্জিও হেররেরা, হুয়ান ক্রুজ, ডেভিড গার্সিয়া, আরিদানে হার্নান্দেজ, মানুয়েল সানচেজ, কিমি অ্যাভিয়া, লুকাস টররো, জন আয়োলা, নাচো ভিদাল, রুবেন গার্সিয়া, কিকে গার্সিয়া। যেসকল প্লেয়ারদের দিকে নজর রাখবেন (Key Players): বার্সেলোনা : পিয়েরি এমেরিক অবামেয়াং, পেদ্রি গঞ্জালেজ, জেরার্ড পিকে ওসাসুনা : ডেডিড গার্সিয়া, কিমি অ্যাভিয়া, রুবেন গার্সিয়া।