2021 ফর্মুলা ওয়ান সিজনে মার্সিডিজ এএমজি পেট্রোনাস দল প্রবেশ করেছে টানা 7টি শিরোপা জয়ের অভিজ্ঞতা ও সাহস নিয়ে।কিন্তু, এত সব অভিজ্ঞতার পসরা সাজিয়েও যেন কিছুতেই শান্তি মেলেনা মার্সিডিজ এর। বিখ্যাত চ্যাম্পিয়নশিপ জয়ী ফর্মুলা ওয়ান ডিজাইনার এড্রিয়ান নিউয়ির ডিজাইন করা RB16B যেন মার্সিডিজকে একের পর এক চ্যালেঞ্জ দিয়েই যাচ্ছে। রেডবুলের ‘গোল্ডেন বয়’ খ্যাত ডাচ ড্রাইভার ম্যাক্স ভারস্টাপেন এর একের পর এক চার্জে অতিষ্ঠ মার্সিডিজ। তাদের 7 বার শিরোপাজয়ী ব্রিটিশ ড্রাইভার লুইস হ্যামিল্টন যেন 2016 এর ‘নিকো রসবার্গ’ এর পর আরেক ড্রাইভার খুঁজে পেলেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবার।মোনাকোতে তথা বছরের ৪র্থ রেইসে লুইস এর ৭ম আর ভালত্তেরির ডিএনএফের জেরে মার্সিডিজ পিছিয়ে পড়েছে একধাপ,যেখানে সেদিন ম্যাক্স আর চেকো দুজনই করেছে ভালো ফলাফল।
মোনাকোর আগের রেইস তথা স্প্যানিশ গ্রাঁ প্রিঁ এর পর তো ম্যাক্স স্বীকারই করে বসলেন যে, “এই রেসে আমি দুই গাড়ির মাঝে কোন তফাৎ পাইনি (মার্সিডিজ ও রেডবুল), এখানে তফাৎ ছিলো ড্রাইভার এর। প্রতিটা কর্নারেই লুইস যেন একেবারে তার নিঁখুত সত্তার পরিচয় দিয়েছে, যেখানে আমার করবার কিছুই ছিলোনা”। যা প্রকাশ করে মার্সিডিজের গাড়ির সমান সমানই এখন রেডবুলের গাড়ি তবে লুইসের দক্ষতাই মার্সিডিজকে এগিইয়ে নেয়ার মূল মন্ত্রের মত কাজ করছে।
বাকুর প্রতিটি কর্নারই দুর্ধর্ষ। এখানে ওভারটেকিং এর সুযোগ খুব কম বললেই চলে।প্রসঙ্গত, বলে রাখা ভালো, ম্যাক্স ভারস্টাপেনের এটাই (2021) কোন সিজনের সেরা শুরু। এই মূহুর্তে তিনি আছেন ড্রাইভার স্ট্যান্ডিং এর 1 এ এবং তিনি ব্রিটিশ ড্রাইভার লুইস থেকে এগিয়ে আছেন 4 পয়েন্ট। আর মার্সিডিজ থেকে 1 পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে রেডবুল। ঠিক পেছনেই যেন ব্রিটিশ ড্রাইভার ল্যান্ডো নরিস এর কাঁ্ধে ভর করে এগিয়েই যাচ্ছে ব্রিটিশ দল ম্যাকলারেন।