ম্যাচ ডে : আর্সেনাল বনাম লিভারপুল |
ইংলিশ প্রিমিয়ার লিগ |
১৭ই মার্চ ,২০২২ |
রাত ২.১৫টায়
পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলেই বুঝবেন ম্যাচটির মাহাত্ম্য। লিভারপুল এর চোখ যেখানে শিরোপায়, আর্সেনালের সেরা 4 এ জায়গা করে নেওয়া। দুদলের ফর্ম ও অবশ্য ম্যাচটিকে হাইভোল্টেজ তকমা দিতে বাধ্য। আর্সেনাল ও লিভারপুল যথাক্রমে সর্বশেষ 5 ও 8 ম্যাচের সবকটিতেই পূর্ণ 3 পয়েন্ট অর্জন করতে পেরেছে।
ম্যানচেস্টার সিটি তাদের সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করায় লিভারপুল এর জন্য এই ম্যাচে জয় চাই ই চাই। কেননা এই ম্যাচ জিততে পারলে দুদলের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র 1 পয়েন্টে!! অথচ 2 মাস আগেও সে ব্যবধান ছিল 12!!
অপরদিকে আর্সেনাল এর সুযোগ সেরা চারে জায়গা পাকাপোক্ত করার। আর্সেনাল এর তরুণ এই স্কোয়াডের সাকা, ওডেগার্ড, লাকাজ্জেত, স্মিথ রো কিংবা সদ্য ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া মর্টিনেল্লি; সবাই রয়েছের ফর্মে।
লিভারপুলের চিন্তা মো সালাহ্ কে নিয়ে। শেষ ম্যাচ ইনজুরিতে মাঠ ছাড়লেও, দলের সাথে শেষ অনুশীলন করেছেন। যদিও শুরুর একদশে থাকা না থাকা নিয়ে রয়েছে শঙ্কা। যথারীতি গোলবার সামলাবেন অ্যালিসন বেকার, যার শেষ 8 ম্যাচের মাঝে 6 টিই ক্লিন শিট!! ডিফেন্স ভ্যান ডাইক এর সাথে দেখা যেতে পারে ইপিএল এর ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় এর পুরষ্কার পাওয়া মাতিপ।
ইপিএল এর প্রথম লেগে উড়ন্ত আর্সেনাল কে 4-0 গোল এ বিধ্বস্ত করে অলরেডরা। শেষ দেখা তেও জোতার জোড়া গোল আর্সেনাল কে হারায় লিভারপুল। এখন দেখার বিষয় কার জিত হয়, শিরোপার লড়াইয়ে টিকে থাকবে লিভারপুল নাকি সেরা চার এ জায়গা মজবুত করবে গানার্স? ম্যাচটি কিন্তু আর্সেনাল এর স্টেডিয়াম এমিরেটস এ। আপনি রেডি তো?