ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোনালদোর জুভেন্টাসকে ৩-০ গোলে বিধ্বস্ত করে হুয়ান গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা! মেসিকে বিদায় জানিয়ে বার্সা টিম আজকে যেন ছিল আরো অনেক বেশি উজ্জীবিত। দলের সেরা খেলোয়াড়কে হারানোর পরেও নিজেদের সেরাটা দিয়ে লড়াই চালিয়েছে কাতালানবাহিনী। ম্যাচের শুরুতেই ম্যাম্ফিস ডেপেয় এর গোলে ১-০ তে লীডে যায় বার্সেলোনা। পরবর্তীতে মার্টিন ব্যাথওয়েট ও রিকি পুইজ গোল করায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি অধ্যায় পরবর্তী বার্সেলোনা। বড় দলের বিপক্ষে এমন সাহসী খেলা দেখার পর বার্সা সমর্থকরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন।অন্যদিকে জুভেন্টাস পুরো ম্যাচেই ছিল ছন্নছাড়া। যতটুকু আক্রমণ চালাতে পেরেছিল সেটিও যথেষ্ট হয়ে উঠেনি বার্সার ব্রাজিলিয়ান গোলকিপার নেতোকে পরাস্ত করার জন্য। সব মিলিয়ে একটা হতাশাজনক রাতই কেটেছে জুভেন্টাস সমর্থকগোষ্ঠীর।
About The Author
Sajid Mahmud Uthsho
জ্ঞানের জন্য ছুটে চলি, বইয়ের পাতা থেকে প্রকৃতির ভীড়ে, কলমের দাগে ফুটাই বাণী, যা কিছু জমেছে স্মৃতির নীড়ে। হতাশার মাঝে স্বপ্ন দেখাই, বিজয়ের মাঝে তৃপ্তি, অন্ধকারেও হার না মেনে, গড়ি রোমাঞ্চ সৃষ্টি।