দুই ম্যাচ টেস্ট সিরিজে শক্তির বিচারে ঢের এগিয়ে থেকেই উইন্ডিজ সফরে গিয়েছিল পাকিস্থান। সবাইকে অবাক করে দিয়ে সিরিজের প্রথম টেস্টে জিততে জিততে ও হার মেনে নিতে হয়েছিল টিম পাকিস্থান কে। তাই চাপের মুখে স্যাবাইনা পার্ক টেস্টে মাঠে নেমেছিল পাকিস্থান। তার উপর প্রথম দিন থেকেই বৃষ্টি পুরো টেস্ট ভাসিয়ে দেওয়ার সম্ভবনা জাগিয়ে তুলেছিলো। শেষ পর্যন্ত শাহীন আফ্রিদির অসাধারণ বোলিং নৈপুণ্যের হাত ধরে সিরিজের দ্বিতীয় টেস্ট নিজেদের করে নিয়েছে বাবর বাহিনী একই সাথে সিরিজ সমাপ্ত করেছে ১-১ সমতা দিয়ে।

স্যবাইনা পার্ক টেস্টের প্রথম দিনে পাকিস্থানের প্রাথমিক ব্যাটিং বিপর্যর সামলেছিলেন বাবর এবং ফাওয়াদ আলম। ফাওয়াদ আলমের ১২৪ রানের লড়াকু ইনিংসে পুজি করে পাকিস্থানের সংগ্রহ ছিল ৩০২। পাঁচ দিনের টেস্ট ৪ দিনে নেমে এলে ৩০২ ডিসেন্ট স্কোরই বলা যায়।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে এসে শাহীন আফ্রিদিতে খেয় হারায় জেসন হোল্ডার এর উইন্ডিজ। উইন্ডিজ দুর্গের অসহায় আত্মসমর্পনে সাকুল্যে রান আসে ১৫০ । আফ্রিদি সংগ্রহ করেন ৬ উইকেট।

১৫২ রানের লিড পেয়ে বেশ ফুরফুরে মেজাজে তৃতীয় ইনিংস শুরু করে পাকিস্থান। বৃষ্টির বাগড়ায় সময় স্বল্পতায় থাকা টেস্ট জিততে হলে দ্রুত রান তুলে ডিক্লেয়ার ছাড়া উপায় ছিল না মিসবাহর দলের। তাই শুরু থেকে মারমার খেলার চেষ্টা করে ২৭ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে পাকিস্থান।

চতুর্থ দিনের শেষ বিকেলে ম্যাচ জেতার জন্য উইন্ডিজ টার্গেট পায় ৩২৮ এর। শুরু থেকেই দেখেশুনে খেলার চেষ্টায় ছিল উইন্ডিজ বাহিনী। ৪৯ রানে ১ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে বেশ ভালো একটা লড়াই এর আভাস দিয়েছিল হোল্ডার এন্ড কো।

জয়ের জন্য পঞ্চম দিনের শুরুতে ২৮০ রান দরকার ছিল উইন্ডিজের পাকিস্থানের দরকার ছিল ৯ টি উইকেট। সমানে সমানে এক লড়াইয়ের আশা থাকলে ও আবারও বাদ সাধেন শাহীন শাহ আফ্রিদি। ২১ বছর বয়সী আফ্রিদি জামাতা শাহীন শাহ একে একে তুলে নেন ৪ উইকেট এতেই ধসে পড়ে উইন্ডিজ প্রতিরোধ। ২১৯ রানে শেষ উইকেট পতন হয়। হোল্ডার মাঝে বেশ ভালো প্রতিরোধের চেষ্টা করলে বুড়ো নৌমান আলীর ক্যারিশমায় ঠিকতে পারেননি বেশিক্ষণ তিনি করেন সর্বোচ্চ ৪৭ রান।

পুরো সিরিজে পাকিস্থান কে সামনে থেকে এগিয়ে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। প্রথম ইনিংসে ৬ উইকেট দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তাকে এক ম্যাচে দশ উইকেট শিকারের রেকর্ড বুকে জায়গা করে দিয়েছে। এছাড়া প্রথম টেস্টে ও দখল করেছিলেন ৮ উইকেট। দুই ম্যাচ সিরিজে ১৮ উইকেটের দরুন সিরিজ সেরা ম্যাচ সেরা দুই পুরস্কারই নিজের করে নিয়েছেন শাহীন আফ্রিদি।