তিনি আসলেন,দেখলেন, জয় করলেন!  এই কথাটা দিয়েই হয়ত সার্জিও আগুয়েরোকে খুব সহজে সংজ্ঞায়িত করা যায়। ২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ইংল্যান্ডের এমন একটি ক্লাবে আসলেন যাদের কিনা ক্লাব ইতিহাসে নেই কোনো লীগ শিরোপা। সেই ম্যানচেস্টার সিটিতেই যেন অ্যাগুয়েরোর বেশে এক পিকাসোর আবির্ভাব। নিজের অভিষেক সিজনেই শেষ মিনিটে গোল করে ম্যানচেস্টার সিটির সেই ৪৪ বছরের লীগ শিরোপার অভাব দূর করলেন। নিজের হাতে রেড ডেভিলদের হাত থেকে ছিনিয়েই নিয়ে আসলেন ট্রফি খানা। পিটার ডুরির সেই “অ্যাগুয়েরোওওওওওও” চিৎকার যেন আজও রোমাঞ্চ নিয়ে আসে মনে।

দশ বছরে ২৭৪টি ম্যাচে ১৮২টি গোলের পাশাপাশি  ক্লাবকে এনে দিয়েছেন ৫টা লীগ শিরোপা, ১টা এফ এ কাপ,৬টা লীগ কাপ এবং ১টা ইউরোপা লীগের শিরোপা।  তবুও একটা আক্ষেপ এখনো ম্যানসিটির হয়ে রয়ে গেছে তার। চ্যাম্পিয়ন্স লীগের খরা হয়ত তার মনে দাগ কেটে বেড়ায় এখনো। তিনি যে ফ্যানদের কথা দিয়েছিলেন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয় না করা পর্যন্ত ছাড়বেন না ব্লু জার্সি। তবে নির্মম নিয়তির চরম পরীক্ষার সামনে এখন এই কিংবদন্তি। ২০২০-২১-ই কুন অ্যাগুয়েরোর ব্লু দের হয়ে শেষ সিজন। আর শেষ সিজনেই কিনা ম্যানসিটি সেই চ্যাম্পিয়ন্স লীগ জয়ের দ্বার প্লান্তে। দূরত্ব শুধুমাত্র একটি জয়ের। অ্যাগুয়েরো কি পারবে নিজের কথা রাখতে? অভিষেকের মতো বিদায়বেলাও স্মরণীয় করতে? রাজার বিদায় যাতে রাজার মতোই হয় কোটি কোটি ফুটবল প্রেমীদের সাথে হয়ত স্বয়ং অ্যাগুয়েরোও একই প্রার্থনায় মগ্ন। তবে বাস্তবতা যেমনই হোক না কেন ম্যানচেস্টার সিটিসহ, কোটি ফুটবল প্রেমীদের মনে চিরকালের জন্য জায়গায় নিশ্চিত করে নিয়েছেন এই নাম্বার টেন।