সাকিব আল হাসান এবং রেকর্ড যেন একে অপরের পরিপূরক। দুনিয়ার নাম্বার ওয়ান এই অলরাউন্ডার যেন রেকর্ড গড়তেই মাঠে নামেন। ইতিমধ্যে তার নামের পাশে কত রেকর্ড যুক্ত হয়েছে তার ইয়ত্তা নেই। চলমান লঙ্কা-বাংলা দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে তে তার সামনে হাজির হয়েছে আরো একটি মাইলফলক।

এই শেষ ম্যচে আর মাত্র ১টি উইকেট নিলেই দুটি অনন্য রেকর্ডের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার একটি হলো ওয়ানডে ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা কে টপকে বাাংলাদশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন তিনি।  দ্বিতীয়টি হচ্ছে – এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবেন তিনি।  অর্থাৎ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন তিনি। 

গত বুধবার সিরিজের ২য় ওয়ানডে তে ২ উইকেট নিয়ে  এই দুই রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন সাকিব। এ ম্যাচে নামার আগে ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ছিল ২৬৭ টি। ধনঞ্জয়া ডি সিলভা কে আউটের মাধ্যমে তিনি ২৬৯ উইকেটের মালিক হয়ে মাশরাফি বিন মর্তুজার রেকর্ডের ভাগীদার হয়ে যান। এবং ভেন্যুর দিক থেকে ছুঁয়ে ফেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন কিংবদন্তি ওয়াসিম। বুধবারের ২ উইকেট শিকারের পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট শিকার করলেন সাকিব।

অর্থাৎ আগামী ২৮ মে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই দুই দেশের দুই সাবেক অধিনায়ককে টপকে যাবেন সাকিব। অর্থাৎ মাশরাফি ও ওয়াসিম আকরামকে ছাপিয়ে নতুন দুটি রেকর্ডের মালিক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার।