অস্ট্রেলিয়ার অনুকরণ করে নিউজিল্যান্ডের পাঠানো ২য় সারির দলও অস্ট্রেলিয়ার মতোই মিরপুরের স্লো উইকেটের জুজু তে দিকভ্রান্ত। ৫ ম্যাচের টি২০ সিরিজের ১ম ম্যাচে ৭ উইকেটে হেরেছে তারা। এটিই ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে আআন্তর্জাতিক টি২০ তে টাইগারদের প্রথম জয়।
এ ম্যাচে কিউইরা তাদের আন্তর্জাতিক টি২০ তে সর্বনিম্ন রানের রেকর্ড পুনরায় স্পর্শ করে।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে অনভিজ্ঞ কিউই ব্যাটসম্যানরা। পাওয়ারপ্লের ৬ ওভারে তাদের স্কোর ১৮/৪ ; যা কিনা টি২০ তে পাওয়ারপ্লে তে নিউজিল্যান্ডের সর্বনিম্ন! দুই লজ্জার রেকর্ড গড়ে শেষ পর্যন্ত কিউইদের স্কোরকার্ড ধুকতে ধুকতে থামে ১৬.৫ ওভারে ৬০ রানে। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষেও ৬০ রানে অলআউট হওয়ার লজ্জায় পরেছিল কিউইরা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই দুই ওপেনার নাইম(১) ও লিটন(১) আউট হয়ে গেলে দলের বিপর্যয় সামাল দেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ২৫(৩৩) রানে বিদায়ের পর বাকি পথটুকু সহজেই পাড়ি দেন দুই ভায়রাভাই মুশফিক(১৬) ও মাহমুদউল্লাহ রিয়াদ(১৪)।
ফলাফল, বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা সাকিব আল হাসান (২ উইকেট & ২৫ রান)
এই অপরিপক্ক কিউই দলের কেউই থাকছে না নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে। এমন আনকোরা দল পাঠানোর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিদের কারো থেকে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক এর প্রতিবাদ ঠিকই করেছেন, কেননা এই দলটাই বাংলাদেশ থেকে উড়ে যাবে পাকিস্তানে খেলতে।