মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচের টি২০ সিরিজের ১ম ম্যাচে অজিদের বিপক্ষে ২৩ রানের দুর্দান্ত জয় পেয়েছে টিম-টাইগারস।
শর্তের পসরা সাজিয়ে যেন সফরে এসেছে অস্ট্রেলিয়া। সম্পূর্ণ রিজার্ভড হোটেল, একই ভেন্যুতে সবকটি ম্যাচ, দর্শকহীন গ্যালারী আরো কত কি! তবে সবচেয়ে অদ্ভুত শর্ত হচ্ছে ছক্কা হাকিয়ে বল গ্যালারি তে পাঠালে সেই বল দিয়ে আর খেলা হবে না, নতুন বল দিয়ে খেলতে হবে! এতসব শর্তের মাঝে যেন তারা খেলার পরিকল্পনাতেই ঘাটতি রেখে মাঠে নেমে পরেছিল- ১ম ম্যাচে হারের পর এমনটা মনে হতেই পারে!
অস্ট্রেলিয়া শিবিরে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা। এদিকে স্বাগতিকদের সাথে নেই তামিম, মুশফিক, লিটনরা। তবুও ফরম্যাট টা যখন টি২০, তখন অস্ট্রেলিয়াকে ফেবারিট মেনেই মাঠে নেমেছিল টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান তুলতে বেগ পেতে হচ্ছিল স্বাগতিক ব্যাটসম্যানদের। স্টার্ক, হ্যাজলউড, টাই দের গতি আর সুইংয়ের সামনে কেমন যেন অসহায় লাগছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ টা। জিম্বাবুয়ের বিপক্ষে ঝড় তুলে ‘লর্ড’উপাধি থেকে সদ্য অব্যাহতি পাওয়া সৌম্য সরকার ২য় ওভারেই প্যাভিলিয়নে ফেরত যান হ্যাজলউডের শিকার হয়ে। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে রান তুলে নাইম সাকিব আফিফরা৷ সর্বোচ্চ ৩৬(৩৩) রান করেন সাকিব আল হাসান। দলের সংগ্রহ ৭ উইকেটে ১৩১ রান।
অজিদের বিপক্ষে শুরুতেই স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন কাপ্তান মাহমুদউল্লাহ। ১ম ওভারেই শেখ মেহেদির বলে আসে সাফল্য। এরপর ২য় ও ৩য় ওভারে যথাক্রমে নাসুম ও সাকিব আরো একটি করে উইকেট নিলে ম্যাচের শুরুতে ব্যাকফুটে চলে যায় সফরকারিরা৷ সেখান থেকে দলকে টেনে তুলেন ফর্মের তুঙ্গে থাকা মিচেল মার্শ ও কাপ্তান ওয়েড। ১০ম ওভারে ৩৮ রানের এ জুটি ভাঙলে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। শেষ অব্দি তাদের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১০ উইকেটে ১০৮ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন মিশেল মার্শ।
ফলাফল- প্রথমবারের মতো টি২০ তে অস্ট্রেলিয়াবধ। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ জয় পায় ২৩ রানে৷ ম্যাচসেরা ১৯ রানে ৪ উইকেট নেয়া স্পিনার নাসুম আহমেদ।
সিরিজের ২য় ম্যাচ আগামীকাল ৪ঠা আগস্ট সন্ধ্যা ৬ টায় হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে।