দ্যা ফ্লায়িং সিং খ্যাত ভারতীয় দৌড়বিদ মিলখা সিং গত শুক্রবার রাতে চন্ডিগরের একটি স্থানীয় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ।

৯১ বছর বয়সী এই অ্যাথলেট প্রায় এক মাসের উপর করোনায় আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তিনি তার স্ত্রী কে ও হারিয়েছিলেন। তিনি ও একই করোনা মহামারী তে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।

৫৮ এর কমনওয়েল চ্যাম্পিয়ন এবং ৬০ এর রোম অলিম্পিয়ান এই অ্যাথলেট গত মে ২০ এ করোনা আক্রান্ত হন এবং ২৪ মে থেকে মোহালির এক প্রাইভেট হসপিটালে চিকিৎসারত ছিলেন।

তার সন্তান জিভ মিলখা সিং গত রাতেই এক টুইটে তার মৃত্যু নিশ্চিত করে লিখেন ” বাবা গত হয়েছেন”।

তৎকালীন পাকিস্তানের গোবিন্দপুরে জন্ম নেওয়া দৌড়বিদ মিলখা সিং ছিলেন প্রথম ভারতীয় কমনওয়েলথ গেমসে স্বর্ণ বিজেতা। তিনি ৫৮ এর কমনওয়েলথ গেমসে সাউথ আফ্রিকান বিখ্যাত দৌড়বিদ ম্যালকম স্পেন্স কে ৪৬.৬ সেকেন্ড টাইমিং এ হারিয়ে স্বর্ণ জিতে নেন।

ট্র্যাক এন্ড ফিল্ড ভারতীয় দের জন্য নয় বলা লোকেদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ৬০ এর দশকের এই অ্যাথলেট প্রথম ভারতীয় উপমহাদেশ থেকে ট্র্যাক কাপান। ৬০ এর রোম অলিম্পিকে তিনি চতুর্থ স্থান অর্জন করে অল্পের জন্য পদক হাতছাড়া করেন।

৫৮ এর এশিয়ান গেমস এ ও তিনি ২০০ এবং ৪০০ মি এ স্বর্ণ এবং ৬২ এর এশিয়ান গেমস এ তিনি ৪০০ এবং ৪*১০০ মি এ স্বর্ণ পদক অর্জন করেন।

ভারত খ্যাত এই অ্যাথলেটের মৃত্যুতে ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের জনগন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।