ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক’রে
পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই আহ্বান ছিল প্রতিটি নতুনের আগমনকে নিশ্চিত করতে তাদের উৎসাহ দিতে। ঠিক তেমনি সকল নতুন খেলাধুলা বা অন্য যে কোনো বিষয়ের লেখক এবং প্লাটফর্মহীন মানুষ দের জন্যই আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। প্রতিটি বিন্দু বিন্দু জলই একদিন তৈরি করবে সমুদ্র। তাই আপনি লিখে যান, এই ছোট ছোট প্রয়াসই হয়ত আপনাকে একদিন সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। ArenaHype এ আপনি মূলত খেলাধুলা সম্পর্কিত লেখা বাদেও অন্য বিষয় নিয়েও আপনার লেখা দিতে পারবেন তবে দেশীয় রাজনীতি এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রতিটি খেলা পাগল মানুষের আবেগের মূল্য দিতে এবং তা নিয়ে তাদের ভাবনা নিয়েই ArenaHype Team এর পথ চলা শুরু হচ্ছে।
এ প্লাটফর্মে স্বাগত জানাই সকল নতুন পুরোনো লেখকদের। এখানে ফুটিয়ে তুলুন আপনার সৃজনশীলতা। আপনার জন্যই রইল শুভ কামনা এবং অধীর অপেক্ষা।