আজ ওয়েস্ট ইন্ডিজের সাথে ৩ রানে হারের দরুণ প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। এর আগের দুই ম্যচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাথে হেরে যায় তাই সেমি ফাইনালের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় দরকার ছিল। কিন্তু সেমি ফাইনালের জন্য কোয়ালিফাই হয়ত হবে না কিন্ত সামনের দুই ম্যাচের কি কোনোই প্রয়োজন নেই?

prothomalo bangla 2021 10 31a81d25 d185 4d89 8cc3 84c3481376da 102062 01 02 - ArenaHype
এ যেন পুরো বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি


আছে এবং ম্যাচ দুটি জিততে পারলে তা বাংলাদেশকে ২০২২ বিশ্বকাপে সুবিধা দিবে। বর্তমান নিয়ম অনুযায়ী র‍্যাংকিংয়ের প্রথম ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী তা হয়ে যাবে ৬ দল। ফলে ১৫ নভেম্বর ২০২১ এর আগে যদি বাংলাদেশের র‍্যাংকিং ৬ এ থাকে তবে বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাবে। ফলে সামনের দুটি ম্যাচে ভালো করা ও জয় লাভ করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টাইগারদের জন্য।এতে টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে নতুন ফরমেটেরএই টি ২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারার।

48 1578071620155749781 n 1634796467770 - ArenaHype


এখন দেখার বিষয় ৭ বিশ্বকাপে মূলপর্বে মাত্র একটি জয় পাওয়া টাইগাররা কি পারবে ম্যাচগুলোকে শুধু আনুষ্ঠানিকতায় রূপ না দিয়ে সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিতে? নাকি টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ায় শেষ দুই ম্যাচ রূপ নিবে শুধুই আনুষ্ঠানিকতায়?